ডুমুরজলার মঞ্চ থেকে নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বাংলার দূর ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রী কে দায়ী করলেন তিনি। সভামঞ্চে বিজেপি সাংসদ হিসেবে ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন,কেন বাংলার গরিব মানুষের এই অবস্থার জবাব দিন দিদি, আপনাকে জবাব দিতেই হবে।
তিনি এই সভা থেকে কোন রাখঢাক ছাড়াই চাঁছাছোলা ভাষায় স্মৃতি দোষারোপ করেন মুখ্যমন্ত্রী কে। তাছাড়া তিনি বিস্ফোরক মন্তব্য করে বসলেন।কোম্পানির সময় বিপর্যয়ের পূর্বাভাষ আগেই রাজ্যকে জানিয়েছিল কেন্দ্র কিন্তু সেই খবর কে পাত্তা দেয়নি বাংলার তৃণমূল সরকার। বিজেপি মন্ত্রী অভিযোগ,'১১ দিন আগেই আম্ফানের প্রভাব দিয়েছিল কেন্দ্র, কিন্তু দিদি আপনি শুনেন নি। কেউ ভাবেনি গ্রামীণ অঞ্চলে তো দূরের কথা, কলকাতা সাতদিন পর্যন্ত জলবিদ্যুৎ থাকবে। এর জন্য দায়ী আপনি দিদি।
তাছাড়াও আমফানের সময় ত্রাণ চুরির প্রসঙ্গ টেনে এনে স্মৃতি ইরানি বলেন,প্রধানমন্ত্রীর ত্রাণ নয়ছয় করার কথা তুলে বিরোধীদের অভিযোগ করার কথা আরো একবার কেন্দ্রীয় মন্ত্রী মুখে শোনা যায়।
আরও পড়ুন:2021 Budget: ৩ রাষ্ট্রয়ত্ত ব্যাংক বিষয়গুলি পূরণের পথে মোদি সরকার বাজেট ঘোষণা করতে পারেন নির্মলা।
একটি মন্তব্য পোস্ট করুন